যদি ঢেউ এসে ভেংগে দেয় বালুচরের ঘর,
আপন স্বজন মোর হবেরে পর ।
হয়তো চোরা খাদে জড়িয়ে পাঁজর,
রচিত করব নিঃস্ব জীবন মোর ।

সকল আপন মোর জলেতে ভাসি,
নিঠুর দরিয়া মাঝে মিলিবে হাঁসি ।
যেতে যেতে অতল তলে তারা ভাসি হাঁসি,
মম গলে পরিয়ে নিঃসঙ্গের ফাঁসি ।

শেষ বেলার ঊষার আলোয় একটু ঝিকিয়ে,
গধুলির ভাংগা স্রোতে ফিরে তাকিয়ে ।
সেদিনের সঙ্গিরা মোরে ফের কাঁদিয়ে,
অস্তমিত সূর্যের সাথে গেল হারিয়ে ।

দুহাতে জড়ায়ে বুক তীব্র বেদনায়,
একাকি আমার মন করিবে হায় হায় ।
চিরদিনের সুখের সাথি দুঃখি সুজনায়,
শুধুই ভাসাবে আমায় জোর নিঃসংগতায় ।



Leave a Reply.

    আমার কথা...

    ছোটবেলায় শরির দুলিয়ে দুলিয়ে
    পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে
    কখন যে কবিতা আমার হৃদয় দুলিয়ে
    দিয়েছে তা এখনো বুঝতে পারিনি !

    সংগ্রহশালা

    January 2014

    বিভাগ

    All
    সাহিত্য