জানলার কার্নিসে রংচটা জল,
শিশিরের নাম করে জমেছে ।
অরুণের শিখা এসে প্রায়শে,
রক্তিম করে দিয়ে ছুটেছে ।

পাখি ওই দূরে বসে প্রভাতে,
গান করে মনছোঁয়া সুরেতে ।
ছুঁয়ে যায় হৃদয়ের কিনারা,
নেচে উঠে অজানা সুখেতে ।
প্রজাপতি ঘিরে ধরে পুষ্প,
রং ছড়ায় মালীর ওই কাননে ।
মুগ্ধ ঘ্রাণ নিয়ে প্রভাতে,
পবিত্র হাওআ বহে প্রাণে ।

বৃষ্টির জল ঝরে টুপটাপ,
সময় স্থির রয়েছে নয়নে ।
ছুটে আসা বৃষ্টির ছিটা জল,
ভিজিয়ে খুসি হয় আপনে ।

প্রভাতের নামে এসে অরুণ,
লালছে আলোয় ভরিয়ে দিচ্ছে ।
এমন করে প্রভাত দেখা,
গহীনে জমা হৃদয়ের ইচ্ছে ।



Leave a Reply.

    আমার কথা...

    ছোটবেলায় শরির দুলিয়ে দুলিয়ে
    পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে
    কখন যে কবিতা আমার হৃদয় দুলিয়ে
    দিয়েছে তা এখনো বুঝতে পারিনি !

    সংগ্রহশালা

    January 2014

    বিভাগ

    All
    সাহিত্য