ভালবাসি নিস্তব্ধতার মাঝে
একাকি মনের সাথে,
বিজন পথে একলা হেঁটে হেঁটে,
আলতো ডাকা পাখির সুরে
মন ভাসিয়ে অনেক দুরে,
মিষ্টি ভাসা ফুলের ঘ্রাণে

 
মৃদু তানে হৃদয়গ্রাহি শুরে,
শুনেছি ব্যাকূল হয়ে ডাকতে আমায় দাঁড়িয়ে দূরে ।
ফুলগুলি সবে ফুটেছিল বাগিচা জুড়ে,
মধুর সেই ঘ্রাণ নিয়ে তোমার সাধা শুরে ।

ভাঙ্গা ভাঙ্গা শুরের সেই আহ্বানে আমি,

 
বসন্তের শিমুলেরা সবুজে রঙ মাখুক
নীল আকাশের তলে লাল-সবুজ গালিচা সাজুক,
শীতল হাওয়ায় পাখ দুলিয়ে কোকিল ডাকুক
পাগল করা মিষ্টি সুরে শব্দেরা বাজুক।
এ আমার জন্য নয় !

এ মনে আজও গৃষ্মের তাপ নিয়ে
বিষাদ শুণ্যতা বরফের মতো জোমে আছে,

 
যদি ঢেউ এসে ভেংগে দেয় বালুচরের ঘর,
আপন স্বজন মোর হবেরে পর ।
হয়তো চোরা খাদে জড়িয়ে পাঁজর,
রচিত করব নিঃস্ব জীবন মোর ।

সকল আপন মোর জলেতে ভাসি,

 
জানলার কার্নিসে রংচটা জল,
শিশিরের নাম করে জমেছে ।
অরুণের শিখা এসে প্রায়শে,
রক্তিম করে দিয়ে ছুটেছে ।

পাখি ওই দূরে বসে প্রভাতে,
গান করে মনছোঁয়া সুরেতে ।
ছুঁয়ে যায় হৃদয়ের কিনারা,
নেচে উঠে অজানা সুখেতে ।

    আমার কথা...

    ছোটবেলায় শরির দুলিয়ে দুলিয়ে
    পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে
    কখন যে কবিতা আমার হৃদয় দুলিয়ে
    দিয়েছে তা এখনো বুঝতে পারিনি !

    সংগ্রহশালা

    January 2014

    বিভাগ

    All
    সাহিত্য