জীবনের ওলিগলিগুলো কেমন যেন অচেনা মনে হচ্ছে,
যেন ভিন গ্রহ হতে পথভুলে আসা কোন নতুন পথযাত্রীর চোখে দেখা প্রতিটি পদক্ষেপ ।
আমি আজ হয়রান হইনা,
বারে বার নিজেকে নতুন করে নতুন কোনস্থানে আবিষ্কার করি ।

 
এবারে আসতে পারিনি؛ আসবোওনা
আমার জন্য পথ চেয়ে থেক না,
সময় আজ হেঁয়ালি ভুলে গেছে
এতটুকু ও মিছে খরচ করতে দেয় না।
বড্ড আনরোমান্টিক।

 
তোমার দেয়া সেই গোলাপের অস্তিত্ব
বলতে শুধু এটুকুই আছে,
জীবন্ত কিছু ভয়াল কাঁটা
আর প্রায়শেই তার আঘাতের একফোটা রক্ত।
তবুও খুব যতনে রেখেছি ভেবে

 
নীল খামের চিঠিটি এসেছিল সেদিন প্রভাতে সূর্য ফুটার পর,
স্মিত আলো ছড়িয়ে ছিল জড়িয়ে নিকষ আঁধার ।
বেনামি সেই চিঠিটি হাতে এগিয়ে পুকুর পাড়,
চিন্তালগ্ন বদনে বসি বেছে একটা ধার ।

কাঁপা হাতে আস্তে আস্তে চিঠি করলাম খামের বার,
অবাক আমি গুটি গুটি হাতে লেখা চিঠিটি প্রিয় তোমার ।
পুলকিত ভয় ভর করে এসে জুড়ে হৃদয় দুয়ার,
অনেক পড়েছি গ্রহন করে লিখা চিঠি প্রস্তাবিত প্রেম আমার ।

 
প্রকৃতির অপার মায়ায় ডুবে
সঞ্চারী আমি যে মনের তরে রুপ,
আপনার সে মন আপনার খেয়ালে
সাজিয়ে টইটুম্বুর; হয়েছে অপরুপ।

ধান শালিকের বনে,
ও মন হাঁসতে হাঁসতে যাই হারিয়ে অবাক খেয়ালে।

    আমার কথা...

    ছোটবেলায় শরির দুলিয়ে দুলিয়ে
    পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে
    কখন যে কবিতা আমার হৃদয় দুলিয়ে
    দিয়েছে তা এখনো বুঝতে পারিনি !

    সংগ্রহশালা

    January 2014

    বিভাগ

    All
    সাহিত্য