মৃদু তানে হৃদয়গ্রাহি শুরে,
শুনেছি ব্যাকূল হয়ে ডাকতে আমায় দাঁড়িয়ে দূরে ।
ফুলগুলি সবে ফুটেছিল বাগিচা জুড়ে,
মধুর সেই ঘ্রাণ নিয়ে তোমার সাধা শুরে ।

ভাঙ্গা ভাঙ্গা শুরের সেই আহ্বানে আমি,
সব ভুলে শুরের সাথে তোর হৃদয়ে নামি ।
সবুজ সৃজন হৃদয়ের কমল পানি,
আলতো করে মুখে মাখি আঁজল ভরে আনি ।

শীতল সেই জলে শিক্ত নয়ন পাত,
দুহাতে জড়ায়ে তোমার দুটি হাত |
মাথার উপর আঁকা রুপালী মায়ার চাঁদ,
সুখের তানে কাটিয়ে দিব নিভৃতে সেই রাত |

প্রভাতের নয়া আলোয় পাখির কুহুতানে,
স্নিগ্ধ বাতাসে তোমার সেই শুর ভাসিয়ে আনে ।
আমি আবার ও হারিয়ে যাই তোমার গানের তানে,
ফুল পাপিয়া, বৃক্ষ তরু সবার শুনা গানে ।



Leave a Reply.

    আমার কথা...

    ছোটবেলায় শরির দুলিয়ে দুলিয়ে
    পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে
    কখন যে কবিতা আমার হৃদয় দুলিয়ে
    দিয়েছে তা এখনো বুঝতে পারিনি !

    সংগ্রহশালা

    January 2014

    বিভাগ

    All
    সাহিত্য