প্রিয় তোমার আধখানা ছবি দিও আমারে
বাকি আধখান আমার অন্তর মিলায়ে নিবে,
আধো নীদ আধো জাগরনে মোর স্বপনে; কিংবা
কোন শীতের সকালের শিশির জলে তুমি পাঠিয়ে দিবে।
তোমার আধখানা ছবি !

 
মনে পড়ে...
সেদিন বাবাই বলেছিলো আজ তাড়াতাড় ফির মা
পারিনি রাখতে সে কথা আমার আর ফিরা হলো না,
হঠাৎ হুড়মুড়ি কি যেন একটা চেপে বসেছিলো গা
ঠিক চলে যাবার আগ মুহুর্তে বুঝেছি, বুঝছি কি তা।
আস্তো আস্তো ইট পাথরের ধসে পড়া দেয়াল ছিলো সেটা
শুধু আমার উপর নয় হাজার পেরিয়ে শতক গোটা।

 
প্রিয়া, সেদিনের সেই প্রেম ঝরা রাতের কথা মনে আছে ?
আমাদের সাথে সমানে সমান যেদিন বৃষ্টি ঝরেছিল,
তুমি আমাকে জড়িয়ে কেমন ন্যাকা ন্যাকা কন্ঠে
বলেছিলে বৃষ্টির বুঝি আমাদের খুব ঈর্ষা হয় ?
তাই অমন বিরতীহীন ঝরেই যাচ্ছে; অঝর !

    আমার কথা...

    ছোটবেলায় শরির দুলিয়ে দুলিয়ে
    পাঠ্য বইয়ের কবিতা পড়তে পড়তে
    কখন যে কবিতা আমার হৃদয় দুলিয়ে
    দিয়েছে তা এখনো বুঝতে পারিনি !

    সংগ্রহশালা

    January 2014

    বিভাগ

    All
    সাহিত্য